বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের অনুষ্ঠান

বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বাংলাদেশ এ্যষ্টোনমিক্যাল সোসাইটির সাধারন সম্পাদক এফ আর সরকার শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন ।

http://redtimesbd.com/14/125509614220091009_0.jpg

শুক্রবার সকালে কৃত্তিম রকেট উৎক্ষেপনের ম্যাধমে দিবসের কার্যক্রম শুরু করা হয় । এয়াড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক চিত্রান্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় । বিপুল সংখ্যক স্কুল –কলেজের ছাত্র-ছাত্রী এবং উৎসাহী এলাকাবাসী এ অনুষ্ঠানে যোগ দেয় ।
দেশের কোমল মতি শিশু-কিশোরদের পাশা-পাশি সাধারন মানুষের মাঝে মহাকাশ সর্ম্পকে উৎসাহিত করার লে শনিবার এনায়েতপুে স্থাপিত সহাকাশ ভবনে এক
আলোচনা সভার আয়োজন করা হয়েছে । দেশের শীর্ষ স্থানীয় মহাকাশ বিজ্ঞানীরা এই আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে

1 comment: